সিজারের পরে পেটের দাগ কমানোর সকল উপায় - ঘরোয়া টোটকা

সিজারের পরে পেটের দাগ কমানোর সকল উপায় - ঘরোয়া টোটকা সম্পর্কে অনেক মায়েরাই জানতে চায়। কারণ সিজারের পর পেটের যে দাগগুলো থাকে সেগুলো পেটের সৌন্দর্য নষ্ট করে। তাই অনেক মায়েরাযই তাদের সৌন্দর্য নষ্ট হওয়া নিয়ে মন খারাপ করে থাকে। এই বিষয়ে মন খারাপ হওয়াটা একটি স্বাভাবিক বিষয়। 

 

সিজারের-পরে-পেটের-দাগ-কমানোর-সকল-উপায়

আজকের এই আর্টিকেলটিতে আমরা সিজারের পরে পেটের দাগ কমানোর সকল উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা এই বিষয় সম্পর্কে সকল রকম তথ্য জানতে আগ্রহী। তারা আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

পেজ সূচিপত্র সিজারের পরে পেটের দাগ কমানোর সকল উপায় - ঘরোয়া টোটকা

সিজারের পরে পেটের দাগ কমানোর সকল উপায়

সিজারের পরে মায়েদের পেটে দাগ দেখা যায়। এই দাগের কারণে পেটের সৌন্দর্য নষ্ট হয়। পেটের সৌন্দর্য নষ্ট হওয়ার কারণে মায়েরা মন খারাপ করে থাকে। মন খারাপ করার বিষয়টা স্বাভাবিক। তবে চিন্তা করার কোন ব্যাপার নেই। কেননা সঠিক যত্ন ও কিছু নিয়ম মেনে চললে এই দাগ দূর করা সম্ভব। অনেকেই এই দাগ গুলো কিভাবে দূর করবেন সেই বিষয়ে সম্পর্কে জানেন না। তাহলে আসুন জেনে নেওয়া যাক সিজারের পরে পেটের দাগ কমানোর সকল উপায় সম্পর্কে।

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় গাজির খাওয়ার উপকারিতা

  • সিজারের পরে কাটা ঘা ভালো না হওয়ার আগে আপনি পেটের দাগ কমানোর উপায় বা ওষুধ ব্যবহার করতে পারবেন না।
  • এই জন্য আপনাকে সিজারের কাটা ঘা ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
  • কাটা ঘা শুকানোর পর আপনি পেটের দাগ দূর করার জন্য মশ্চারাইজার ব্যবহার করতে পারেন। মশ্চারাইজার ব্যবহার করার ফলে পেটের দাগ কমে যাবে।
  • অলিভ অয়েল বা নারিকেল তেল দিয়ে প্রতিদিন পেটের দাগের উপর হালকা ভাবে মালিশ করলে ত্বকের রক্ত সঞ্চালন বাড়বে ও পেটের ত্বক অনেক নরম হবে।
  • অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল ব্যবহার করলে ত্বকের দাগ দূর হয় এবং ত্ব ক আবার পূর্ণজ্জীবিত করতে সাহায্য করে।
  • ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করার ফলেও পেটের দাগ দূর হবে।
  • প্রত্যেকদিন রোদে কিছু সময় দাঁড়িয়ে থাকুন।  এর ফলে রোদে থাকা ভিটামিন ডি আপনার শরীরের দাগ ও বিভিন্ন সংক্রমণ দূর করতে সাহায্য করবে। তবে অতিরিক্ত রোদ থেকে দূরে থাকুন। কেননা রোদের অতি বেগুনি রশ্মি শরীরের জন্য ক্ষতিকর।
  • পেটের ত্বকে প্রত্যেকদিন হালকা করে মালিশ করুন। মালিশ করার ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে ও ত্বকের পুনর্গঠন করে ত্বকের দাগ হালকা করতে সাহায্য করবে।
  • সিয়া বাটার বা কোকোয়াবাটার দিয়ে পেটের দাগের উপর মালিশ করতে পারেন। এতে পেট অনেক মসৃণ করে ও পেটের দাগ দূর করতে সাহায্য করে।
  • ত্বককে ফ্রেশ ও প্রাণবন্ত রাখতে সিজারের পরে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। প্রতিদিন বেশি করে পানি পান করার অভ্যাস তৈরি করুন।
  • আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হন। তাহলে উন্নত মানের আধুনিক মেডিকেল ট্রিটমেন্ট করতে পারেন। যেমনঃ লেজার থেরাপি ও মাইক্রোনিডলিং। এগুলো আপনার পেটের দাগ দূর করতে কার্যকর ভূমিকা পালন করবে। এছাড়াও ত্বককে সুন্দর ও মসৃণ করবে।
  • কেমিক্যাল ফিলিং বা অনেক স্প্রে রয়েছে যেগুলো পেটের ত্বকের দাগ কমাতে সাহায্য করে।
  • পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। টাটকা সবজি এবং বিভিন্ন রকমের ফলমূল খেতে হবে। এর ফলে এই খাবারগুলোতে থাকা ভিটামিন ই, সি ও এ এবং মিনারেল আপনার আপনার পেটের ত্বকের দাগ দূর করতে অনেক সাহায্য করবে।

সিজারের পরে পেটের ফাটা দাগ কমানোর ঘরোয়া টোটকা

সিজারের পরে মায়েদের পেটের ফাটা দাগ ও সিজারের দাগ রয়ে যায়। সিজারের পরে মায়েদের পেটের ফাটা দাগ ও সিজারের পেটের দাগ নিয়ে মায়েরা অনেক চিন্তিত থাকে। এই দাগ লেজার থেরাপির মাধ্যমে দূর করা যায়। তবে লেজার থেরাপির মাধ্যমে দাগ দূর করতে হলে অনেক অর্থ প্রয়োজন হয়। আবার অনেকেই লেজার থেরাপির মাধ্যমে দাগ দূর করতে চান না। তারা ঘরোয়া টোটকা ব‍্যবহার কর দাগ দূর করতে চায়। ঘরোয়া উপায়ে সিজারের পেটের হাটা দাগ ও সিজারের দাগ দূর করতে ঘরোয়া টোটকা সম্পর্কে অনেকেই জানেন না। তাহলে আসুন জেনে নেওয়া যাক সিজারের পেটের ফাটা দাগ কমানোর ঘরোয়া টোটকা সম্পর্কে বিস্তারিত। 

  • এলোভেরা জেলঃ সিজারের পরে পেটের ফাটা দাগ ও পেটের দাগ দূর করতে এলোভেরা কার্যকর ভূমিকা পালন করে। এলোভেরার মধ্যে থাকা পুষ্টি উপাদান এর দাগগুলো দূর করতে বিশেষভাবে সাহায্য করে। এলোভেরা জেল দিয়ে দাগের জায়গা গুলো ভালোভাবে মালিশ করতে হবে। ১৫ থেকে ২০ মিনিট পরে হালকা কুসুম গরম পানি দিয়ে জায়গাটি ধুয়ে নিতে হবে। এভাবে কয়েক সপ্তাহ ব্যবহার করার পরে দেখবেন দাগ অনেকটা কমে গেছে।
  • মধুঃ মধুতে থাকা পুষ্টির উপাদান সমূহ ত্বকের জ্বালাপোড়া কমাতে বিশেষভাবে সাহায্য করে। মধু ক্ষত ও সংক্রমণের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। এছাড়াও মধু ত্বকের নতুন টিস্যু গঠন করতে সাহায্য করে। ১ থেকে ২ চা চামচ মধু দিয়ে দাগের জায়গাগুলো মালিশ করতে হবে। এরপর ধুয়ে ফেলতে হবে। নিয়মিত কিছুদিন এই উপায়টি ব্যবহার করলে পেটের দাগ অনেকটা কমে যাবে।
  • কোকোয়া বাটার বা সিয়া বাটারঃ কোকোয়া বাটার বা সিয়া বাটার সিজারের পরে পেটের ফাটা দাগ ও পেটের দাগ দূর করতে বিশেষভাবে সাহায্য করে। কোকোয়া বাটারে বা সিয়া বাটারে ফাইটো কেমিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই পুষ্টি উপাদান গুলো পেটেরদাগ গুলো দূর করতে সাহায্য করে। এছাড়াও ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে। সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে বাঁচতে সাহায্য করে। ত্বককে নরম মসৃণ ও আর্দ্র রাখতে সাহায্য করে।
  • চিনিঃ চিনি একটি প্রাকৃতিক স্ক্র‍্যাব। চিনি পেটের দাগ দূর করতে এবং পেটের ত্বকে মসৃণ করতে সাহায্য করে। ১ চা চামচ চিনি, হাফ চা চামচ অলিভ অয়েল এবং হাফ চা চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি গোসলের আগে হালকাভাবে মালিশ করুন। এই মিশ্রণটি নিয়মিত ব্যবহার করার ফলে পেটের দাগ অনেকটা হালকা হয়ে যায়।
  • ভিটামিন ই অয়েলঃ সিজারের পরে পেটের ফাটা দাগ ও পেটের দাগ দূর করতে ভিটামিন ই কার্যকর ভূমিকা পালন করে। এটি প্রতিদিন দাগের স্থানে মালিশ করলে আস্তে আস্তে দাগ গুলো মিলিয়ে যায়।
  • লেবু রসঃ লেবুতে থাকা ভিটামিন সি ও প্রাকৃতিক ব্লিচিং সিজারের পরে পেটের ফাটা দাগ ও পেটের দাগ দূর করতে সাহায্য করে। প্রত্যেকদিন লেবুর রস ব্যবহার করলে দাগগুলো অনেকটা কমে যাবে।
  • আলুর রসঃ আলুর রসের মধ্যে থাকা প্রাকৃতিক ব্লিচিং উপাদান সিজারের পরে পেটের ফাটা দাগ ও পেটের দাগ দূর করতে সাহায্য করে। নিয়মিত আলুর রস দাগ গুলোর উপর  হালকাভাবে মালিশ করে ১৫ মিনিট মতো রেখে তারপর ধুয়ে ফেলতে হবে। এটি প্রত্যেকদিন ব্যবহার করার ফলে দাগ অনেকটা কমে যাবে।
  • চাঃ চা এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সিজারের পরে পেটের ফাটা দাগ ও পেটের দাগ দূর করতে সাহায্য করে। গ্রিন টির ব্যাগ গরম পানিতে ডুবিযে এরপর সেটি একটু ঠান্ডা করে দাগ গুলোর উপরে ১০ থেকে ১৫ মিনিট রাখতে হবে। এটি প্রতিদিন ৩ থেকে ৪ বার করে করলে দাগগুলো অনেক কমে যাবে।
  • ডিমের সাদা অংশঃ ডিমের সাদা অংশ দাগ গুলোর স্থানে মোটা প্রলেপ দিয়ে প্রতিদিন মালিশ করতে হবে। এই প্রলেপটি শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই উপায়টি কমপক্ষে দুই সপ্তাহ নিয়মিত ব্যবহার করতে হবে। তাহলে সিজারের পরে পেটের ফাটা দাগ ও পেটের দাগ দূর করতে সাহায্য করবে।
  • ভিটামিন সি যুক্ত খাবারঃ ভিটামিন সি যুক্ত খাবার বেশি পরিমাণে খেতে হবে যেমনঃ লেবু, শসা, বাদাম, আমলকি, টমেটো ইত্যাদি। এইসব খাবারগুলো ভিটামিন সি যুক্ত হওয়াই সিজারের পরে পেটের ফাটা দাগ ও পেটের দাগ দূর করতে সাহায্য করবে।
  • পানিঃ পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে ঠান্ডা ফ্রেশ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করবে।

সিজারের পর পেটের দাগ অনেকটা হালকা করার উপায় 

সিজারের পরে পেটের ত্বকে কাটা দাগ ও ফাটা দাগের কারণে পেটের সৌন্দর্য অনেক কমে যায়। তাই মায়েরা মন খারাপ করে থাকে। এই বিষয়ে মন খারাপ করে থাকা ও চিন্তা করা স্বাভাবিক ব্যাপার। তবে আর মন খারাপ করে থাকতে ও চিন্তা করতে হবে না। কেননা আপনি যদি সঠিক ভাবে যত্ন ও কিছু উপকরণ সঠিকভাবে ব্যবহার করতে পারেন। তাহলে এই দাগগুলো অনেকটা হালকা হয়ে যাবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক সিজারের পরে পেটের দাগ অনেকটা হালকা করার উপায় সম্পর্কে বিস্তারিত।

  • অ্যালোভেরা জেল নিয়মিত দাগের স্থান মালিশ করে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখলে। সিজারের পর পেটের দাগ অনেকটা হালকা করতে সাহায্য করে। এছাড়াও মধু দাগের স্থান নিয়মিত মালিশ করে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখলে। সিজারের পর পেটের দাগ অনেকটা হালকা করতে সাহায্য করে। কোকোয়া বাটার বা সিয়া বাটার এর মধ্যে থাকা ফাইটো কেমিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্ট সিজারের পর পেটের দাগ অনেকটা হালকা করতে সাহায্য করে। তাই আপনি এটি ব্যবহার করতে পারেন। চিনি সিজারের পর পেটের দাগ কমাতে সাহায্য করে। 
  • ভিটামিন ই ক্যাপসুল বা অয়েল সিজারের পর পেটের দাগ অনেকটা হালকা করতে কার্যকর ভূমিকা পালন করে। আমরা সকলেই জানি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং প্রাকৃতিক ব্লিচিং রয়েছে। যা সিজারের পর পেটের দাগ অনেকটা হালকা করতে সাহায্য করে। তাছাড়া আপনি আলুর রস ব্যবহার করতে পারেন। এটিও দাগ দূর করতে বিশেষভাবে সাহায্য করে। চা ও ডিমের সাদা অংশ দাগ দূর করতে বিশেষভাবে সাহায্য করে। তাই আপনি এটি নিয়মিত ব্যবহার করতে পারেন। এর ফলে আপনার পেটের দাগ অনেক হালকা হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। এর ফলে আপনার শরীর ঠান্ডা ফ্রেশ ও প্রাণবন্ত থাকবে।

সিজারের পরে দাগ কমাতে কি ব্যবহার করবেন

সিজারের পরে দাগ কমাতে আপনি ভিটামিন ই তেল ব্যবহার করতে পারেন। ভিটামিন ই তেল দাগ কমাতে কার্যকর ভূমিকা পালন করে। এছাড়াও আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন অলিভ অয়েল পেটের দাগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অলিভ অয়েলের থাকা ভিটামিন এ এবং  ভিটামিন ই আপনার পেটের ত্বক পূর্ণ গঠন করতে সাহায্য করবে। এছাড়াও আপনার পেটের ত্বক মসৃণ ও নরম রাখতে সাহায্য করবে। অলিভ অয়েল এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি আপনার পেটের ত্বকের ক্ষত সারাতে সহায়তা করে। এজন্য প্রতিদিন দিনে দুইবার করে অলিভ অয়েল দিয়ে হালকা ভাবে মালিশ করুন। এতে আপনি বিশেষ উপকার পাবেন।

এছাড়াও আপনি নারিকেল তেল ব্যবহার করতে পারেন। নারিকেল তেল পেটের দাগ কমাতে খুবই উপকারী একটি উপাদান। নারিকেল তেল আপনি প্রতিদিন দুইবার করে হালকাভাবে মালিশ করবেন। তাহলে আপনার পেটের দাগ অনেকটা কমতে সাহায্য করবে। এছাড়াও আজকের আর্টিকেলটিতে আমরা সিজারের পরে দাগ কমাতে ঘরোয়া টোটকাতে অনেক কিছু বিস্তারিত আলোচনা করেছি। আপনি সেই নিয়মগুলো যদি সঠিকভাবে পালন করতে পারেন এবং চক্রি সঠিক যত্ন নিতে পারেন। তাহলে আপনার সিজারের পরে পেটের দাগ অনেক কমে যাবে।

সিজারের পরে পেটের চামড়া ঠিক করার উপায়

সিজারের পরে মায়েদের পেটে অনেক দাগ দেখা যায়। এছাড়াও পেটের চামড়া খসখসে, শক্ত, অমসৃণ হয়ে পড়ে। কেননা অপারেশন করার সময় ত্বকে সেলাই করার ফলে ত্বকে প্রচুর চাপ পড়ে। এই জন্য মায়েদের পেটের ত্বক শক্ত, খসখসে ও অমসৃণ হয়ে যায়। কিন্তু আপনি যদি কিছু উপায় মেনে সঠিকভাবে ত্বকের যত্ন করতে পারেন। তাহলে পেটের চামড়া নরম হয়ে যাবে। আসুন জেনে নেওয়া যাক সিজারের পরে পেটের চামড়া ঠিক করার উপায় সম্পর্কে বিস্তারিত। 

সিজারের-পরে-পেটের-চামড়া-ঠিক-করার-উপায়

  • সূর্যের অতিরিক্ত আলো থেকে দূরে থাকতে হবে। কারণ সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বকের জন্য প্রচুর ক্ষতিকর। এছাড়াও প্রতিদিন ত্বকে মশ্চারাইজার ব্যবহার করতে হবে। এর ফলে ত্বক আস্তে আস্তে নরম হয়ে উঠবে। তাছাড়াও আপনি প্রত্যেকদিন হালকা ভাবে ব্যায়াম করুন। ব্যায়াম করার ফলে শরীরে রক্তের সঞ্চালন বৃদ্ধি পাবে এবং ত্বকের চামড়ার  পূর্ণজ্জীবিত করতে সাহায্য করবে। পুষ্টিকর ও সুষম খাবার খেতে হবে। 
  • ভিটামিন যুক্ত খাবার ও মিলনের সমৃদ্ধ খাবার ত্বককে সুস্থ রাখতে বিশেষভাবে সাহায্য করে। প্রত্যেকদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এর ফলে আপনার ত্বক ঠান্ডা ফ্রেশ ও প্রাণবন্ত হয়ে উঠবে। আপনি আপনার ত্বকে  অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল ত্বকের শক্ত ও খসখসে ভাব কমিয়ে মসৃণ করতে সাহায্য করবে। আপনি যদি প্রতিদিন আ‍্যালোভেরা জেল আপনার ত্বকে ব্যবহার করেন। তাহলে আপনার চামড়া আস্তে আস্তে কোন পুর্ণগঠন হবে।

সিজারের পরে পেটের ত্বক ফর্সা ও মসৃণ করার উপায়

সিজারের পরে পেটের ত্বকে যেমন দাগ দেখা যায়। তেমনি পেট অনেক কালো হয়ে যায়। এইজন্য মায়েদের মন খারাপ হয় এবং অনেক চিন্তিত হয়ে পড়ে। তারা চিন্তা করে কি ব্যবহার করলে পেটের ত্বক ফর্সা ও মসৃণ হবে। চিন্তা করার কোন কারণ নেই। আপনি যদি সঠিকভাবে আপনার ত্বকে কিছু উপকরণ ব্যবহার করতে পারেন এবং সঠিকভাবে ত্বকে যত্ন নিতে পারে তাহলে আপনার সিজারের পরে পেটের ত্বক ফর্সা ও মসৃণ হবে। আসুন জেনে নেওয়া যাক সিজারের পরে পেটের ত্বক ফর্সা ও মসৃণ করার উপায় সম্পর্কে বিস্তারিত।

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় কি খেলে বাচ্চা বুদ্ধিমান হয়

  • আপনার পেটের ত্বকে আপনি নারকেল তেল ও অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। নারিকেল তেল ও অলিভ অয়েল দিয়ে আপনি যদি নিয়মিত হালকাভাবে আপনার পেটের ত্বকে মালিশ করতে পারেন। তাহলে আপনার পেটের ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এর ফলে আপনার ত্বক নরম হবে এবং কালচে ভাব দূর হয়ে আপনার ত্বক ফর্সা হয়ে উঠবে। এছাড়াও আপনি এলোভেরা জেল ব্যবহার করতে পারেন।
  • এলোভেরা জেল পেটের ত্বকের জন্য প্রচুর উপকারী একটি উপাদান। এলোভেরা জেলে থাকা পুষ্টি উপাদান পেটের ত্বক ফর্সা করত সাহায্য করবে আপনি যদি নিয়মিত এলোভেরা জেল ব্যবহার করতে পারেন তাহলে আপনার পেটের ত্বক মসৃণ ও ফর্সা হয়ে উঠবে। এই সব উপায় গুলো আপনি যদি সঠিকভাবে মেনে চলতে পারেন এবং ত্বকের যত্ন সঠিকভাবে নিতে পারেন তাহলে আপনার সিজারের পর পেটের ত্বক ফর্সা সুন্দর ও মসৃণ হয়ে উঠবে।

সিজারের পরে মায়েদের পেটের দাগ দূর করার ক্রিম এর নাম

সিজারের পরে মায়েদের পেটে অনেক দাগ হয়ে যায়। সিজারের পরে পেটের দাগ দূর করতে ঘরোয়া উপায় ছাড়াও আপনি ক্রিম ব্যবহার করতে পারেন। কিছু ক্রিম রয়েছে যেগুলো পেটের দাগ দূর করতে প্রচুর উপকারী। আপনি যদি ক্রিমগুলো ধৈর্য সহকারে প্রতিদিন ব্যবহার করেন। তাহলে আস্তে আস্তে আপনার দাগ গুলো মিলিয়ে যাবে। ক্রিমগুলো ব্যবহার করার ফলে আপনার যদি ত্বকে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। তাহলে ভালো ফলাফল পাবেন আপনি যদি সিজারের পরে পেটের দাগ দূর করার জন্য ক্রিম ব্যবহার করতে চান তাহলে নিম্নে লিখিত ক্রিমগুলো ব্যবহার করতে পারেন।

  • Lucida scar cream
  • Mamaearth streach mark cream
  • Stratamark cream
  • Aichum beauty anti streach mark cream

সিজারের পরে পেটের দাগ দূর  করতে ডাক্তারি উপায়

সিডরের পরে প্রত্যেক মায়েরই পেটে দাগ হয়ে যায়। এই দাগের কারণে মায়েরা চিন্তিত হয়ে পড়ে এবং মন খারাপ করে থাকে। এই দাগের জন্য চিন্তা ও মন খারাপ করার প্রয়োজন নেই। আপনি ইচ্ছা করলে আধুনিক চিকিৎসার মাধ্যমে এই দাগ সারিয়ে তুলতে পারেন।

সিজারের-পরে-পেটের-দাগ-দূর-করতে-ডাক্তারি-উপায়

  • সিলিকন জেল সিট বা সিলিকন বেসড ক্রিমঃ এই ক্রিমটি ডাক্তারি উপায়ের মধ্যে অন্যতম। এই ক্রিমটি ডাক্তারেরা ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। এই ক্রিমটি আপনি যদি প্রতিদিন ব্যবহার করেন তাহলে আপনার পেটের দাগ গুলো আস্তে আস্তে মিলিয়ে হয়ে যাবে। 
  • ডার্মাটোলজিক্যাল লেজার থেরাপিঃ এটি কার্যকরী উপায়ের মধ্যে অন্যতম একটি  ডাক্তারি উপায়। এই থেরাপির মাধ্যমে আপনার পেটের ত্বকের গভীর স্তরে আলো প্রোয়োগ করে। এরপর পুরনো কোষ দূরে সরিয়ে নতুন ত্বকের গঠন প্রক্রিয়াকে কার্যকর করতে সাহায্য করে। এই থেরাপিটি পেটের দাগ দূর করতে সাহায্য করে। 
  • মাইক্রোনিডলিং বা ডার্মা রোলার থেরাপিঃ এই থেরাপিটি খুবই জনপ্রিয় একটি ডাক্তারি উপায়। এই থেরাপিটির মাধ্যমে আপনার ত্বকে ক্ষুদ্র বা সূক্ষ্ম ছিদ্র করে। এরপর  নতুন প্রসেস শুরু করে। তারপর ধীরে ধীরে পেটের দাগ গুলো মিলিয়ে যায়। 
  • কেমিক্যাল ফিলিং এই আধুনিক উপায়টি ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই এসব ক্ষেত্রে অবশ্যই ডার্মাটোলজিস্ট এর পরামর্শ মতে করুন। এসব চিকিৎসার আগে অবশ্যই আপনি অভিজ্ঞ স্কিন স্পেশালিস্টের পরামর্শ নিন। এতে করে আপনার ত্বকের চিকিৎসা নিরাপদ ভাবে হবে। আপনার ত্বক সুস্থ ও ভালো থাকবে এবং আপনার পেটের দাগগুলো মিলিয়ে পেটকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলবে।

সিজারের পরে পেটের দাগ দূর করতে ডাক্তারের পরামর্শ 

সিজারের পরে মায়েদের পেটে অনেক দাগ দেখা যায়। এই দাগের কারণে মায়েরা অনেক চিন্তিত হয়ে থাকে। তবে এই দাগ দূর করা এখন অসম্ভব কোনো ব্যাপার নয়। আপনি যদি সঠিকভাবে ত্বকের যত্ন ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী উপায়গুলো ব্যবহার করেন। তাহলে আপনার এই দাগ দূর হয়ে যাবে। সিজারের পরে পেটের দাগ দূর করতে ডাক্তারেরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। আজকে আমরা সিজারের পরে পেটের দাগ দূর করতে ডাক্তারেরা যেসব পরামর্শ দিয়ে থাকেন সেসব বিষয়ে আলোচনা করব। আসুন তাহলে জেনে নেওয়া যাক সিজারের পরে পেটের দাগ দূর করতে ডাক্তারেরা কি কি পরামর্শ দিয়ে থাকে?

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় তাল মিছরি খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত

  • লেজার রিসারফেসিং, পিআর থেরাপি, লেজার ট্রিটমেন্ট সিলিকন জেল, মাইক্রোনিডলিং সিজারের পর পেটের দাগ কমাতে ডাক্তারেরা এইসব আধুনিক চিকিৎসার পরামর্শ দিয়ে থাকেন। ডার্মাটোলজিক্যাল লেজার থেরাপির মাধ্যমে আপনার পেটের ত্বকের গভীর স্তরে আলো প্রোয়োগ করে। এই থেরাপিটি পুরনো কোষ দূরে সরিয়ে নতুন ত্বকের গঠন প্রক্রিয়াকে কার্যকর করতে সাহায্য করে। মাইক্রোনিডলিং বা ডার্মা রোলার থেরাপি খুবই জনপ্রিয় একটি ডাক্তারি পরামর্শ। এই থেরাপিটির মাধ্যমে আপনার ত্বকে ক্ষুদ্র বা সূক্ষ্ম ছিদ্র করার মাধ্যমে নতুন প্রসেস শুরু করে। তারপর ধীরে ধীরে পেটের দাগ গুলো হারিয়ে যায়। 
  • তবে একেকজনের ত্বক একেক রকম। আপনি এসব চিকিৎসা করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ও ভালো স্কিন স্পেশালিস্ট এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা করুন। এই চিকিৎসা গুলো করতে আর্থিকভাবে অনেক অর্থের প্রয়োজন পড়ে। তবে এই চিকিৎসাগুলো করলে আপনার পেটের দাগ একেবারে মিলিয়ে যায় এবং পেট দেখতে আগের মত সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে।

লেখকের শেষ কথা (সিজারের পরে পেটের দাগ কমানোর সকল উপায় )

আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে সিজারের পরে পেটের দাগ কমানোর সকল উপায় - ঘরোয়া টোটকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি এই আর্টিকেলটির মধ্যে লিখিত উপায়গুলো সঠিকভাবে ব্যবহার করেন এবং ত্বকের সঠিকভাবে যত্ন নেন তাহলে আপনার সিজারের পরে পেটের দাগগুলো মিলিয়ে যাবে। আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনি সেই বিষয়ে ভালোভাবে বুঝতে পেরেছেন। 

আজকের আর্টিকেলটি পরে যদি আপনি উপকৃত হয়ে থাকেন। তবে অবশ্যই আপনার বন্ধু এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে আর্টিকেলটি শেয়ার করুন। এর ফলে আপনার বন্ধু এবং আত্মীয়-স্বজনরা সিজারের পরে পেটের দাগ কমানোর সকল উপায় - ঘরোয়া টোটকা সম্পর্কে বিস্তারিত জেনে উপকৃত হতে পারবে। আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আরাম্ভ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url