পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৫, ট্রেন নাম ও ভাড়া
ট্রেন ভ্রমণ পছন্দ করেন না এমন মানুষ পাওয়া খুবই মুশকিল। বরং বেশিরভাগ মানুষের ট্রেন ভ্রমণ করতে খুবই ভালোবাসে। কারণ ট্রেন আরামদায়ক একটি যাতায়াত ব্যবস্থা। ট্রেন ভ্রমণ করার ফলে আমরা ট্রেনের চারপাশের গ্রাম বাংলার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারি। অনেকে পঞ্চগড় টু রাজশাহী ট্রেনে যাতায়াত করতে বেশি পছন্দ করে থাকে। পঞ্চগড় টু রাজশাহী ট্রেনে যাতায়াত করার জন্য অবশ্যই পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৫, ট্রেনের নাম ও ভাড়া সম্পর্কে জেনে রাখা উচিত।
পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৫, ট্রেনের নাম ও ভাড়া সম্পর্কে
ভালোভাবে জানা থাকলে। আপনারা খুব সহজে ট্রেনের টিকিট কাটতে পারবেন। আজকের এই
আর্টিকেলটিতে আমরা পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৫ ট্রেনের নাম ও ভাড়া
সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই যারা এসব বিষয়ে জানতে ইচ্ছুক। তারা
আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
পেজ সূচিপত্রঃ পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৫, ট্রেনের নাম ও ভাড়া জেনে নিন
- পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৫
- পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের নাম
- পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের ভাড়া
- পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের টিকিট কাটার নিয়ম
- পঞ্চগড় টু রাজশাহী অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
- পঞ্চগড় টু রাজশাহী রেলপথের দূরত্ব কত কিলোমিটার
- পঞ্চগড় টু রাজশাহী ট্রেনে যেতে কত সময় লাগে
- পঞ্চগড় টু রাজশাহী ট্রেনটি যে সকল স্টেশনে বিরতি নেয়
- পঞ্চগড় টু রাজশাহী রুটে চলাচলকৃত বাংলাবান্ধা এক্সপ্রেস সম্পর্কে কিছু কথা
- লেখকের শেষ কথা
পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৫
পঞ্চগড় থেকে রাজশাহী অনেক মানুষ ট্রেনে যাতায়াত করতে ভালোবাসে। কারণ ট্রেন একটি
আরামদায়ক যাতায়াত ব্যবস্থা। ট্রেন ভ্রমণ করার ফলে যেমন আনন্দ পাওয়া যায় তেমনি
ট্রেনের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। অনেকেই পঞ্চগড় টু রাজশাহী
ট্রেনের সময়সূচী ২০২৫ সম্পর্কে জানতে চেয়ে থাকেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক
পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৫ সম্পর্কে বিস্তারিত।
আরো পড়ুনঃ
- বাংলাবান্ধা এক্সপ্রেস ৮০৪ঃ এই ট্রেনটি প্রত্যেকদিন সকাল ৯ টায় পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছাড়ে এবং বিকাল ৫ টা ১৫ মিনিটে রাজশাহীতে যেয়ে পৌঁছায়। বাংলাবান্ধা এক্সপ্রেস (৮০৪) এই ট্রেনটি প্রতি শনিবারে বন্ধ থাকে।
- বাংলাবান্ধা এক্সপ্রেস ৮০৩ঃ এই ট্রেনটি প্রত্যেকদিন রাত ৯ টায় রাজশাহী থেকে পঞ্চগড় এর উদ্দেশ্যে ছাড়ে এবং ভোর ৪ টা ৪০ মিনিটে পঞ্চগড় যেয়ে পৌঁছায়। বাংলাবান্ধা এক্সপ্রেস (৮০৩) এই ট্রেনটি প্রতি শুক্রবারে বন্ধ থাকে।
ট্রেনের নাম | ট্রেন ছাড়ার স্টেশনের নাম | ট্রেন ছাড়ার সময় | শেষ গন্তব্য স্টেশনের নাম | ট্রেন পৌঁছানোর সময় | বন্ধের দিন/ছুটি |
---|---|---|---|---|---|
বাংলা বান্দা এক্সপ্রেস (৮০৪) | পঞ্চগড় | সকাল ৯ টা | রাজশাহী | বিকাল ৫ টা ১৫ মিনিট | শনিবার |
বাংলা বান্দা এক্সপ্রেস (৮০৩) | রাজশাহী | রাত ৯ টা | পঞ্চগড় | ভোর৪ টা ৪০ মিনিট | শুক্রবার |
পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের নাম
পঞ্চগড় টু রাজশাহী থেকে একটি ট্রেন নিয়মিত চলাচল করে। পঞ্চগড় টু রাজশাহী অনেক মানুষ ট্রেনে ভ্রমণ করতে বা যাতায়াত করতে ভালোবাসে। যারা পঞ্চগড় টু রাজশাহী ট্রেনে ভ্রমণ করতে চায় তারা পঞ্চগড় টু রাজশাহী রেলপথে চলাচলকৃত ট্রেনের নাম জানতে চেয়ে থাকে। ট্রেনের নাম জানা থাকলে টিকিট কেটে সেই ট্রেনে পঞ্চগড় টু রাজশাহী ভ্রমণ করতে পারবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের নাম।
- বাংলাবান্ধা এক্সপ্রেস ৮০৪ঃ এই ট্রেনটি পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছাড়ে। তবে বাংলাবান্ধা এক্সপ্রেস (৮০৪) এই ট্রেনটি শনিবারের দিন বন্ধ থাকে।
- বাংলাবান্ধা এক্সপ্রেস ৮০৩ঃ এই ট্রেনটি রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছাড়ে। তবে বাংলাবান্ধা এক্সপ্রেস (৮০৩) এই ট্রেনটি শুক্রবারে দিন বন্ধ থাকে
পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের ভাড়া
পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের ভাড়া বাস থেকে তুলনামূলকভাবে অনেক কম। ট্রেনের ভাড়া কম এইজন্য যেকোনো শ্রেণীর মানুষ সহজে ট্রেন ভ্রমণ করতে পারে। এইজন্য প্রত্যেকদিন প্রায় অনেক মানুষ পঞ্চগড় টু রাজশাহী ট্রেনে যাতায়াত করে। পঞ্চগড় থেকে রাজশাহী রুটে যে ট্রেনটি চলাচল করে তার ভাড়া নির্ভর করে আপনি কোন ধরনের আসন নিজের জন্য নির্বাচন করবেন তার ওপর। আপনি যদি এসি বগিতে ভ্রমণ করেন তবে ট্রেনের ভাড়া একটু বেশি লাগবে। আর যদি আপনি শোভন চেয়ারে ভ্রমণ করেন তাহলে ট্রেনের ভাড়া কম লাগবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের ভাড়া সম্পর্কে বিস্তারিত।
ট্রেনের নাম | সিট/আসন/চেয়ার | টিকিটের মূল্য |
---|---|---|
বাংলা বান্দা এক্সপ্রেস (৮০৪) | সুলভ শ্রেণির | ভ্যাট বাদে ১৭০ টাকা |
বাংলা বান্দা এক্সপ্রেস (৮০৪) | শোভন শ্রেণীর | ভ্যাট বাদে ২৮০ টাকা |
বাংলা বান্দা এক্সপ্রেস (৮০৪) | শোভন চেয়ার শ্রেণীর | ভ্যাট বাদে ৩৩৫ টাকা |
বাংলা বান্দা এক্সপ্রেস (৮০৪) | ১ম সিট শ্রেণির | ভ্যাট বাদে ৪৪৫ টাকা |
বাংলা বান্দা এক্সপ্রেস (৮০৪) | ১ম বার্থ শ্রেনীর | ভ্যাট বাদে ৬৬৫ টাকা |
বাংলা বান্দা এক্সপ্রেস (৮০৪) | স্নিগ্ধা শ্রেণীর | ভ্যাট বাদে ৫৫৫ টাকা |
বাংলা বান্দা এক্সপ্রেস (৮০৪) | এসি সিট শ্রেণীর | ভ্যাট বাদে ৬৬৫ টাকা |
বাংলা বান্দা এক্সপ্রেস (৮০৪) | এসি বার্থ শ্রেণীর | ভ্যাট বাদে ৯৯৫ টাকা |
পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের টিকিট কাটার নিয়ম
যারা পঞ্চগড় টু রাজশাহী ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক। তাদের অবশ্যই পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের টিকিট কাটা নিয়ম সম্পর্কে জেনে রাখা উচিত। পঞ্চগড় থেকে রাজশাহী বাংলাবান্ধা এক্সপ্রেস ৮০৪ এই ট্রেন টি যায়। এই ট্রেনটির টিকিট কাটার নিয়ম সম্পর্কে ভালোভাবে জানা থাকলে আপনি খুব সহজেই বাংলাবান্ধা এক্সপ্রেস ৮০৪ এই ট্রেনটির টিকিট কাটতে পারবেন এবং সে ট্রেনে আরাম করে ভ্রমণ করতে পারবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের টিকিট কাটা নিয়ম সম্পর্কে।
পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের টিকিট দুই ভাবে কাটতে পারেন। প্রথমত আপনি স্বয়ং নিজে স্টেশনে যেয়ে সরাসরি ট্রেনের টিকিট কাটতে পারেন। দ্বিতীয়ত অনলাইনের মাধ্যমে ঘরে বসে অনলাইনের মাধ্যমে পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের টিকিট কাটতে পারেন। পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের টিকিটের চাহিদা প্রচুর রয়েছে। তাই আপনি যে তারিখে পঞ্চগড় টু রাজশাহী ভ্রমন করতে ইচ্ছুক। তার ২ থেকে ৩দিন আগে পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের টিকিট কেটে রাখুন।
পঞ্চগড় টু রাজশাহী অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
পঞ্চগড় থেকে রাজশাহী যাওয়ার জন্য অনলাইনের মাধ্যমেও টিকিট কাটা যায়। পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের টিকিট অনলাইনে কাটা নিয়ম সম্পর্কে ভালোভাবে জানা থাকলে আপনি ঘরে বসেই ট্রেনের টিকিট কাটতে পারবেন। সময় মতো পঞ্চগড় টু রাজশাহী যাতায়াত করতে পারবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক পঞ্চগড় টু রাজশাহী অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে।
অনেক সময় বিভিন্ন ঝামেলা, সময়ের অবচয় রোধে এবং কর্মব্যস্ততার কারণে আমরা ট্রেন স্টেশনে কাউন্টারে স্বয়ং নিজে যেয়ে টিকিট কাটতে পারিনা। আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে যেকোনো সময় ট্রেনের টিকিট ক্রয় করতে পারি। পঞ্চগড় টু রজশাহী ট্রেনের টিকিট আপনি (etiket.railway.bd) ওয়েবসাইট থেকে কিনতে পারেন। প্রথমে ওয়েবসাইটটি লগইন করতে হবে। এরপর আপনার একটা নিজের অ্যাকাউন্ট খুলতে হবে। পরবর্তীতে প্রত্যেকটি ধাপে ধাপে সঠিক তথ্য দেওয়ার পরে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
পঞ্চগড় টু রাজশাহী রেলপথের দূরত্ব কত কিলোমিটার
পঞ্চগড় টু রাজশাহী ট্রেনে যেতে কত সময় লাগে
পঞ্চগড় টু রাজশাহী রেলপথ বিমানপথ ও সড়ক পথে যাতায়াত করা যায়। বেশিরভাগ মানুষই ট্রেন ভ্রমণ করতে প্রচুর ভালোবাসে। ট্রেন একটি আরামদায়ক যাতায়াত ব্যবস্থা। পঞ্চগড় টু রাজশাহী ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের মনে একটি প্রশ্ন এসে থাকে। সেটি হলো পঞ্চগড় টু রাজশাহী ট্রেনে যেতে কত সময় লাগে? আসুন তাহলে জেনে নেওয়া যাক পঞ্চগড় টু রাজশাহী ট্রেনে যেতে কত সময় লাগে সেই সম্পর্কে।
পঞ্চগড় টু রাজশাহী রেলপথে যে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনগুলোর গড় গতিবেগ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্দিষ্টভাবে ঠিক করে রেখেছে। ট্রেনগুলোর গতিবেগ প্রতি ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। পঞ্চগড় টু রাজশাহী রেলপথের দূরত্ব এবং ট্রেনগুলোর গতিবেগের উপর নির্ভর করে বাংলাদেশ রেলওয়ে পঞ্চগড় টু রাজশাহী রুটে চলাচল কৃত ট্রেনের জন্য নির্দিষ্ট সময় ৮ ঘন্টা ১৫ মিনিট। অর্থাৎ বুঝতে পারছেন পঞ্চগড় টু রাজশাহী ট্রেনে যেতে ৮ ঘন্টা ১৫ মিনিট সময় লাগে।
পঞ্চগড় টু রাজশাহী ট্রেনটি যে সকল স্টেশনে বিরতি নেয়
পঞ্চগড় টু রাজশাহী ট্রেনটি কয়েকটি স্টেশনে বিরতি নেয়। এই স্টেশন গুলোতে বিরতি নেওয়ার ফলে যাত্রী উঠতে ও নামতে পারে। পঞ্চগড় টু রাজশাহী ট্রেনটি পঞ্চগড় পৌঁছাতে ২০ টি স্টেশনে বিরতি নেয়। এই ২০ টি স্টেশনের নাম জানা থাকলে আপনি অনেক উপকৃত হবেন। জায়গা গুলো ভালোভাবে চিনে রাখতে পারবেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক পঞ্চগড় টু রাজশাহী ট্রেনটি যে সকল স্টেশনে বিরতি নেয় সেই সম্পর্কে।
- পঞ্চগড়
- কিসমত
- রুহিয়া
- ঠাকুরগাঁও রোড
- শিবগঞ্জ
- পীরগঞ্জ
- সেতাবগঞ্জ
- দিনাজপুর
- চিরির বন্দর
- পার্বতীপুর
- ফুলবাড়ী
- বিরামপুর
- পাঁচবিবি
- জয়পুরহাট
- আক্কেলপুর
- সান্তাহার
- আহসানগঞ্জ
- মাধনগর
- নাটর
- আব্দুলপুর
- রাজশাহী
পঞ্চগড় টু রাজশাহী রুটে চলাচলকৃত বাংলাবান্ধা এক্সপ্রেস সম্পর্কে কিছু কথা
বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাবান্ধা এক্সপ্রেস ৮০৪ এই অন্তনগর ট্রেনটি পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ট্রেন স্টেশন থেকে রাজশাহী ট্রেন স্টেশন পর্যন্ত নিয়মিত চলাচল করে। ২০২০ সালের ৫ই অক্টোবর বাংলাবান্ধা এক্সপ্রেস ৮০৪ এ ট্রেনটি তৎকালীন রেলমন্ত্রী উদ্ভাবনের মাধ্যমে চালু করেন। ২০২০ সালের ৫ই অক্টোবর থেকেই বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি রেলপথে যাতায়াত সেবায় যুক্ত রয়েছে।
আরো পড়ুনঃ
পঞ্চগড় টু রাজশাহী রেলপথটি রাজশাহী ও রংপুর বিভাগের মোট ৮ টি জেলার উপর দিয়ে তৈরি করা হয়েছে। যেমনঃ পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, নাটোর ও রাজশাহী। আন্তঃনগর বাংলাবান্ধা এক্সপ্রেস এই ট্রেনটির মোট ৯ টি বগি রয়েছে। এই ৯ টি বগির মধ্যে একটি খাবারের বগিও রয়েছে। বাংলাবান্ধা এক্সপ্রেস এ ট্রেনটি পঞ্চগড় টু রাজশাহী যাত্রীদের সেবায় নিয়োজিত রয়েছে।
লেখকের শেষ কথা
আজকে আমরা এই আর্টিকেলটিতে পঞ্চগড় থেকে উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন শহর রাজশাহী রেলপথে যাতায়াত সম্পর্কে আলোচনা করেছি। পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৫, ট্রেনের নাম ও ভাড়া সম্পর্কে আলোচনা করেছি। আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনি পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৫, ট্রেনের নাম ও ভাড়া এবং রেলপথে যাতায়াত সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পেরেছেন।
আজকের আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন। তবে অবশ্যই আপনার বন্ধু এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে আর্টিকেলটি শেয়ার করুন। এর ফলে আপনার বন্ধু এবং আত্মীয়-স্বজনরাও এই আর্টিকেলটি পড়ে ট্রেনে যাতায়াত সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পেরে উপকৃত হবে। আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আরাম্ভ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url