বাহরাইন যেতে কত টাকা লাগে ও ভিসা পাওয়ার উপায়
বিশ্বের উন্নত দেশের মধ্যে বাহরাইন পশ্চিম এশিয়ার একটি অন্যতম একটি ধনী দেশ। বাংলাদেশের অনেক মানুষ বাহরাইনে কাজের জন্য বা বিভিন্ন কারণে যায়। অনেকে বাহরাইন যেতে কত টাকা লাগে ও ভিসা পাওয়ার উপায় সম্পর্কে জানেন না।
আজকের এ আর্টিকেলটিতে আমরা বাহরাইন যেতে কত টাকা লাগে ও ভিসা পাওয়ার উপায় এবং বাহরাইন যাওয়া সম্পর্কে আরো অন্যান্য বিস্তারিত আলোচনা করব। যারা এসব বিষয়ে জানতে ইচ্ছুক আজকের আর্টিকেলটি তাদের জন্য। তাই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
পেজ সুচিপত্রঃ বাহরাইন যেতে কত টাকা লাগে ও ভিসা পাওয়ার উপায়
- বাহরাইন যেতে কত টাকা লাগে
- বাহরাইন ভিসা পাওয়ার উপায়
- যে সকল কারণে বাহরাইন ভিসা পাওয়া যায়
- কোন কাজের চাহিদা বাহরাইনে বেশি
- বাহরাইনের ভিসা পাওয়ার জন্য কত বছর বয়স লাগে
- বাহরাইনে কোন কাজের কত বেতন
- ২০২৫ সালে বাহরাইনে বাংলাদেশের টাকার মান কত
- বাহরাইন যাওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন
- ২০২৫ সালে বাহরাইনের ভিসা বন্ধ না খোলা
- বাহরাইনের ভিসা পেতে কতদিন লাগে
- লেখকের শেষ কথা
বাহরাইন যেতে কত টাকা লাগে
কেউ যদি বাহরাইন যেতে চায় তবে অবশ্যই তাকে বাহরাইন যেতে কত টাকা লাগে সে সম্পর্কে জানতে হবে। বাহরাইন যাওয়ার জন্য আপনাকে সবার আগে নির্দিষ্ট করতে হবে আপনি কোন কাজের জন্য বাহরাইন যাবেন। কেননা একেক কাজের জন্য এক এক রকম টাকা খরচ হয়। আপনি যদি কোন কাজের জন্য বাংলাদেশ থেকে বাহরাইন যেতে চান। তাহলে বাংলাদেশ থেকে বাহরাইন কাজের জন্য সরকারি ও বেসরকারি ভাবে যাওয়া যায়। সরকারি ভাবে গেলে অনেক কম খরচ হয়। আবার বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে বাহরাইন যাওয়া যায়।
আরো পড়ুনঃ ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম
আপনি যে এজেন্সি গুলোর মাধ্যমে বাহরাইন যাবেন তার উপর খরচ কম-বেশি নির্ভর করে। কেননা একেক এজেন্সির একেক রকম খরচ চেয়ে থাকে। এছাড়াও আপনি যদি আপনার নিজের আত্মীয় স্বজনদের মাধ্যমে বাহারাইন যান। এক্ষেত্রে আপনার অনেকটা খরচ কম হয়। আপনি যদি বাহারাইন কাজের জন্য ভিসা নিয়ে যান তাহলে আপনার প্রায় ৪ থেকে ৬ লক্ষ টাকা খরচ হবে। আশা করি আপনি নিশ্চয় বাহরাইন যেতে কত টাকা লাগে সে সম্পর্কে বুঝতে পেরেছেন।
বাহরাইন ভিসা পাওয়ার উপায়
বাহরাইন যাওয়ার জন্য বাহরাইন ভিসা পাওয়ার উপায় সম্পর্কে জানতে হবে। বাংলাদেশ থেকে মানুষ দুইভাবে বাহরাইন যায় প্রথমটা সরকারি ও দ্বিতীয়টা বেসরকারিভাবে। আপনাকে প্রথমে নির্দিষ্ট করতে হবে আপনি সরকারি না বেসরকারিভাবে বাহরাইন যাবেন। আপনি যদি সরকারিভাবে বাহরাইন যেতে চান তবে অবশ্যই আপনাকে বোয়েসেলের মাধ্যমে যেতে হবে। বোয়েসেলের মাধ্যমে আপনি যদি বাহরাইন যান তবে কম খরচে যেতে পারবেন। বোয়েসেলে চাকরির বিজ্ঞপ্তি ছাড়লে আপনাকে বোয়েসেলে একাউন্ট খুলে আবেদন করতে হবে। আপনার আবেদন মঞ্জুর হলে আপনি বিভিন্ন প্রসেসিংয়ের পরে সরকারিভাবে বাহরাইন ভিসা পেয়ে যাবেন।
দ্বিতীয়টা বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে আপনাকে বাহরাইন যেতে হবে। আপনি যদি বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে বাহরাইন যান। তাহলে আপনার খরচ একটু বেশি হবে। এই এজেন্সি গুলোতে প্রথমে আপনাকে আপনার বিভিন্ন কাগজপত্র জমা দিতে হবে। তারপর তারা আপনার কাগজপত্র দেখে ভিসার ব্যবস্থা করে দেবে। আপনি যদি বেসরকারিভাবে বাহরাইন যান তাহলে অবশ্যই আপনাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কোন কাজের জন্য যাচ্ছেন, বেতন কত, আপনার ভিসা জাল কিনা সবকিছু ভালোভাবে যাচাই-বাছাই করে নেবেন। কেননা অনেক এজেন্সি আছে যারা প্রতারণা করে থাকে।
যে সকল বিষয়ে বাহরাইনের ভিসা পাওয়া যায়
আপনি যদি বাহরাইন যেতে চান তবে অবশ্যই যে সকল বিষয়ে বাহরাইনের ভিসা পাওয়া যায়। সে সকল বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার জন্য অনেক রকমের ভিসা পাওয়া যায়। আপনারা অনেকেই জানেন না যে সকল বিষয়ে বাহরাইনের ভিসা পাওয়া যায় সেই সম্পর্কে। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে সকল বিষয়ে বাহরাইন ভিসা পাওয়া যায়।
- টুরিস্ট ভিসায়
- ফ্যামিলি ভিসায়
- স্টুডেন্ট ভিসায়
- ওয়ার্কার ভিসায়
- বিজনেস ভিসায়
- ই ভিসায়
- ডিপ্লোম্যাটিক ভিসায়
- রেসিডেন্স ভিসায়
- ইনভেস্টর ভিসায়
- ট্রানজিট ভিসায়
কোন কাজের চাহিদা বাহরাইনে বেশি
আপনি যদি কাজের জন্য বাহরাইন যেতে চান। তবে অবশ্যই আপনাকে বাহরাইনে কোন কাজের চাহিদা বেশি সেই সম্পর্কে জানতে হবে। এর ফলে আপনি সেই কাজে আগে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে ভিসা লাগাতে পারবেন। কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে খুব সহজে আপনি ভিসা পেয়ে যাবেন এবং আপনার কাজের দক্ষতা ও অভিজ্ঞতা অনুসারে ভালো বেতনের কাজ পেয়ে যাবেন। কেননা সেই দেশে লোক সংখ্যা অনেক কম। তাই তারা অন্য দেশ থেকে লোকবল নিয়ে যেয়ে কাজ করায়। তারা সব সময় দক্ষ ও অভিজ্ঞ লোক খুঁজে। অনেকেই জানেন না বাহরাইনে কোন কাজের চাহিদা বেশি। আসুন জেনে নেওয়া যাক বাহরাইনে কোন কাজের চাহিদা বেশি।
আরো পড়ুনঃ কানাডা যেতে কত টাকা লাগে, কানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন
- কন্সট্রাকশন
- ইলেকট্রিশিয়ান
- মেকানিক্যাল
- ওয়েল্ডিং
- প্লাম্বার
- মিস্ত্রি
- রংমিস্ত্রি
- শ্রমিক বা লেবার
- ফ্লোর ক্লিনার
- হোটেল স্টাফ
- হোটেল বয়
- বাথরুম ক্লিনার
- ওয়েটার
- ফ্লোর ক্লিনার
- রান্নার কাজের জন্য
- ট্রাক ড্রাইভার
- কোম্পানির কার ড্রাইভার
- ট্যাক্সি ড্রাইভার
- বাস ড্রাইভার
- কৃষি কাজ
- বাসা বাড়ির বিভিন্ন কাজ
- সেলসম্যান
- সেলস ম্যানেজার
- নাইট গার্ড
- প্যাকেজিং
- সেলস অ্যাসিস্ট্যান্ট
- মার্কেটিং ম্যানেজমেন্ট
বাহরাইনের ভিসা পাওয়ার জন্য কত বছর বয়স লাগে
বিশ্বের উন্নত দেশের মধ্যে বাহরাইন পশ্চিম এশিয়ার একটি অন্যতম দেশ। এটি একটি উন্নত ও ধনী দেশ। বাংলাদেশের মানুষ বাহরাইন বিভিন্ন কাজের জন্য যেয়ে থাকে। তবে বাহরাইন যাওয়ার জন্য একটি নির্দিষ্ট বয়সের প্রয়োজন। অনেকেই জানেন না বাহরাইন যেতে কত বছর বয়স লাগে। আসুন জেনে নেওয়া যাক বাহরাইন যেতে কত বছর বয়স লাগে।
পশ্চিম এশিয়ার অন্যতম একটি ধনী দেশ বাহরাইন। এই বাহরাইন দেশে বাংলাদেশের মানুষ বিভিন্ন কাজের জন্য যায়। বাহরাইন যাওয়ার জন্য বাহরাইন সরকার একটি বয়স সীমা নির্দিষ্ট করে দিয়েছেন। বাহরাইন যাওয়ার জন্য কমপক্ষে ২১ বছর হতে হবে। ২১ বছরের কম কোন মানুষ বাহরাইন যেতে পারবে না। বাহরাইনে সর্বোচ্চ ৫৫ বছর বয়স পর্যন্ত যেতে পারবে। ৫৫ বছর বয়সের বেশি হয়ে গেলে বাহরাইন যেতে পারবে না। সর্বনিম্ন ২১ বছর ও সর্বোচ্চ ৫৫ বছর বয়স পর্যন্ত লোক বাহরাইন যেতে পারবে। তাহলে আশা করি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাহরাইন যেতে কত বছর বয়স লাগবে।
বাহরাইনে কোন কাজের কত বেতন
বিশ্বের উন্নত দেশের মধ্যে বাহরাইন পশ্চিম এশিয়ার একটি অন্যতম ধনী দেশ। এদেশের জনসংখ্যা বা লোকশক্তি কম থাকায় অন্যান্য দেশ থেকে কাজের জন্য লোক নিয়োগ দিয়ে থাকে। বাহরাইনে কাজের ধরনের উপর বেতন নির্ভর করে। একেক কাজের বেতন একেক রকম। এছাড়াও যদি ভালো দক্ষতা ও অভিজ্ঞতা থাকে। তাহলে যাওয়ার সাথে সাথে ভালো বেতন পাওয়া যায়। বাহরাইনে যাওয়ার আগে কোন কাজের কত বেতন এর সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক বাহরাইনে কোন কাজের কত বেতন এই সম্পর্কে।
কাজের পেশা | বাহরাইন দিনারে মাসিক বেতন | বাংলাদেশি টাকা (প্রায়) |
---|---|---|
মেকানিক | ৩০০-৫০০ দিনার | ৯০০০০-১৫০০০০ টাকা (প্রায়) |
ইলেকট্রিশিয়ান | ২৫০-৫০০ দিনার | ৭৫০০০-১৫০০০০ টাকা (প্রায়) |
ড্রাইভার | ২০০-৪০০ দিনার | ৬০০০০-১২০০০০ টাকা (প্রায়) |
হোটেল কর্মী | ১৫০-৩০০ দিনার | ৪৫০০০-৯০০০০ টাকা (প্রায়) |
নির্মাণ শ্রমিক | ১৫০-২৫০ দিনার | ৪৫০০০-৭৫০০০ টাকা (প্রায়) |
ক্লিনার | ১০০-২০০ দিনার | ৩০০০০-৬০০০০ টাকা (প্রায়) |
২০২৫ সালে বাহরাইনে বাংলাদেশের টাকার মান কত
উন্নত দেশের মধ্যে বাহরাইন পশ্চিম এশিয়ার অন্যতম একটি ধনী দেশ। এদেশের জনসংখ্যা বা লোকশক্তি কম থাকায় অন্যান্য দেশ থেকে কাজের জন্য লোক নিয়োগ দিয়ে থাকে। বাংলাদেশ থেকে অনেক লোক বাহরাইনে কাজের জন্য যায়। কারণ বাহরাইন মধ্যপ্রাচ্যের উন্নত ও ধনী দেশ হওয়ায় টাকার মান অনেক বেশি। তাই বাহরাইনে অনেক লোক কাজ করার জন্য যেতে চাই। বাংলাদেশেরও অনেক লোক কাজের জন্য বাহরাইন যায়। বাহরাইনে বাংলাদেশের টাকার মান কত সে সম্পর্কে অনেকেই জানেন না। তাহলে আসুন জেনে নেওয়া যাক ২০২৫ সালে বাহরাইনে বাংলাদেশ টাকার মান কত।
বাহরাইন দিনার সমান | বাংলাদেশি টাকার মান |
---|---|
১ দিনার | ৩২১.৭৯ টাকা (প্রায়) |
২৫ দিনার | ২৮০৪৪.৭৫ টাকা (প্রায়) |
৫০ দিনার | ১৬০৮৯.৫ টাকা (প্রায়) |
১০০ দিনার | ৩২১৭৯ টাকা (প্রায়) |
২০০ দিনার | ৬৪৩৫৮ টাকা (প্রায়) |
৫০০ দিনার | ১৬০৮৯৫ টাকা (প্রায়) |
৮০০ দিনার | ২৫৭৪৩২ টাকা (প্রায়) |
১০০০ দিনার | ৩২১৭৯০ টাকা (প্রায়) |
বাহরাইন যাওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন
উন্নত বিশ্বের মধ্যে বাহরাইন পশ্চিম এশিয়ার অন্যতম একটি ধনী দেশ। এদেশের জনসংখ্যা বা লোকশক্তি অনেক কম থাকায় অন্যান্য দেশ থেকে কাজের জন্য লোক নিয়োগ দিয়ে থাকে। অন্যান্য দেশ থেকে অনেক লোক লোক বাহরাইনে কাজের জন্য যায়। কারণ বাহরাইন মধ্যপ্রাচ্যের উন্নত ও ধনী দেশ হওয়ায় টাকার মান অনেক বেশি। এজন্য বাহরাইনে আমাদের দেশের অনেক লোক কাজ করার জন্য যেতে চায়। তাই বাহরাইন যেতে কি কি কাগজপত্র লাগে সেই সম্পর্কে অনেকেই জানতে চায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক বাহরাইন যাওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন।
৬ মাস মেয়াদী বৈধ পাসপোর্ট , সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, মেডিকেল রিপোর্ট, আপনার জাতীয় পরিচয় পত্র বা ভোটার কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, হোটেল বুকিং এর ডকুমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাহরাইন যাওয়ার জন্য এইসব কাগজপত্র প্রয়োজন পড়বে। বাহরাইন যাওয়ার জন্য আপনাকে এসব কাগজপত্র জমা দিতে হবে সাথে ভিসা ফি জমা দিলে বাহরাইন ভিসার প্রসাসিং শুরু হয়ে কিছুদিন পর ভিসা পেয়ে যাবেন।।
২০২৫ সালে বাহরাইনের ভিসা বন্ধ না খোলা
উন্নত বিশ্বের মধ্যে বাহরাইন পশ্চিম এশিয়ার অন্যতম একটি ধনী দেশ। বাহরাইনে জনসংখ্যা বা লোকশক্তি অনেক কম থাকায় অন্যান্য দেশ থেকে তারা অনেক লোক কাজের জন্য নিয়োগ দিয়ে থাকে। বাহরাইন টাকার মান অনেক বেশি হাওয়ায় এদেশে অনেক মানুষ যেতে চায়। টাকার মান বেশি হওয়ায় বাংলাদেশের মানুষও বাহরাইন যেতে চায়। তবে কিছু বছর থেকে বাহরাইনের ভিসা বন্ধ হয়ে আছে। আসুন জেনে নেওয়া যাক ২০২৫ সালে বাহরাইনের ভিসা বন্ধ না খোলা।
২০২৫ সালে বাহরাইনের ভিসা সম্পর্কে সর্বশেষ আপডেট বা তথ্য অনুসারে ২০২৫ সালের বাহরাইনের ভিসা পুনরায় খোলা সম্পর্কে কোন নির্দিষ্টভাবে তারিখ জানানো হয়নি। বিভিন্ন তথ্য থেকে জানা গেছে যে আমাদের দেশের বিভিন্ন পরিস্থিতি যদি স্বাভাবিক হয় ও প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করা হয়। তাহলে আবার বাহরাইন ভিসার কার্যক্রম শুরু হতে পারে বলে আশা করা যায়। কিন্তু আপনি যদি বাহরাইন ভিসা কবে খুলবে এ বিষয়ে আরো কোন নতুন তথ্য জানতে চান। তাহলে বাহরাইন এর দূতাবাস এর সাথে যোগাযোগ করুন।এর ফলে সব রকম সঠিক তথ্য আপনি আরো ভালোভাবে পেয়ে যাবেন।
বাহরাইনের ভিসা পেতে কতদিন লাগে
উন্নত বিশ্বের মধ্যে বাহরাইন পশ্চিম এশিয়ার অন্যতম একটি ধনী দেশ। এদেশের জনসংখ্যা বা লোকশক্তি অনেক কম থাকায় অন্যান্য দেশ থেকে কাজের জন্য লোক নিয়োগ দিয়ে থাকে। বাহরাইন মধ্যপ্রাচ্যের দেশ হওয়ায় এদেশের টাকার মান অনেক বেশি। টাকার মান অনেক বেশি হওয়ায় অনেক লোক এদেশে যেতে চায়। তাদের মধ্যে বাংলাদেশও একটি। বাংলাদেশের লোকও বাহরাইনে টাকার মান বেশি হওয়াই কাজের জন্য যেতে চায়। বাহরাইনে ভিসা পেতে কত দিন লাগবে এই সম্পর্কে অনেকেই জানেন না। আসুন জেনে নেওয়া যাক বাহারাইনের ভিসা পেতে কতদিন লাগে।
আরো পড়ুনঃ
বাহরাইনে যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে। পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ছয় মাস হতে হবে। এছাড়াও সাদা ব্যাকগ্রাউন্ড তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মেডিকেল রিপোর্ট, আপনার জাতীয় পত্র বা ভোটার কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, হোটেল বুকিং এর ডকুমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে। সবকিছু ডকুমেন্ট এবং ভিসা ফি জমা দেওয়ার পরে ভিসার সকল প্রসেসিং হতে কমপক্ষে ৩ থেকে ৫ দিন লাগবে। এছাড়াও সবকিছু জমা দেওয়ার পর কাগজপত্র ও সার্ভার এর জটিলতার বা বিভিন্ন কারণে ভিসার অনুমোদনের জন্য অনেক সময় এরচেয়েও বেশি সময় লাগতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে ৩ থেকে ৫ মধ্যে বাহরাইনের ভিসা পাওয়া যায়।
লেখকের শেষ কথা
অনেকেই বাহরাইন যেতে কত টাকা লাগে ও ভিসা পাওয়ার উপায় সম্পর্কে জানে না। বাহরাইন যেতে কত টাকা লাগে ও ভিসা পাওয়ার উপায়, বাহারাইনের কাজ, বেতন, কি কি কাগজপত্র লাগবে ও আরো অন্যান্য সম্পর্কে আজকের আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাদের সামনে একটি স্পষ্ট ধারণা তুলে ধরার চেষ্টা করেছি।
আজকের আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হন। তবে অবশ্যই আপনার বন্ধু ও আত্মীয়-স্বজনদের সঙ্গে আর্টিকেলটি শেয়ার করুন। তাহলে আপনার বন্ধুরাও এই আর্টিকেলটি পড়ে উপকৃত হতে পারবে এবং আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আরাম্ভ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url